1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে বিশাল গণজমায়েতের ডাক - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৪ মে ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন

ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে বিশাল গণজমায়েতের ডাক

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে বিশাল গণজমায়েত কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। সামাজিক সংগঠন ‘নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন- এর উদ্যোগে শনিবার (২৪ মে) বিকেল ৪টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বড় মসজিদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবিদের সমন্বয়ে গঠিত ৪৯তম ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে সংগঠনটি এ কর্মসূচি আয়োজন করেছে।

গণজমায়েত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মো. রফিকুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং রাজশাহীর সাবেক সংসদ সদস্য ও মেয়র মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও ভাসানী ফাউন্ডেশনের রাবি শাখার সভাপতি ড. জি এম শফিউর রহমান।

কর্মসূচিতে আরো বক্তব্য রাখবেন- নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি এডভোকেট মো. এনামুল হক, রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট এরশাদ আলী ঈশা, বাসদ রাজশাহীর সমন্বয়ক আলফাজ আলী, গণসংহতি আন্দোলন রাজশাহীর আহবায়ক এডভোকেট মুরাদ মোরশেদ, গণঅধিকার পরিষদ রাজশাহী মহানগর শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল, রাষ্ট্র সংস্কার আন্দোলন রাজশাহী জেলা শাখার সমন্বয়ক এডভোকেট আবুল হাসনাত বেগ, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ফরিদ মামুদ হাসান, রাজশাহী চেম্বার অব কমার্সের সহ-সভাপতি সুলতান মাহমুদ সুমন, রাজশাহী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জমশেদ আলী, নিরাপদ সড়ক চাই রাজশাহীর সভাপতি এডভোকেট তৌফিক আহসান টিটু, বরেন্দ্র উন্নয়ন স্বেচ্ছাসেবী সংস্থার ড. ইঞ্জিনিয়ার জাকির হোসেন খান।

কর্মসূচি থেকে তিন দফা দাবি উত্থাপন হবে বলে আয়োজক সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। দাবি তিনটি হলো- স্বৈরাচারের রেখে যাওয়া গঙ্গার পানি বণ্টনে অসম চুক্তি বাতিল ও প্রত্যাখ্যান করা, ১৯৯৭ সালের জাতিসংঘ পানি প্রবাহ সনদে অনুস্বাক্ষর করা এবং বাদ বাকি ৫২ নদীর পানি প্রবাহে সার্বিক চুক্তি করা। শনিবার বিকেলের এ গণজমায়েত কর্মসূচিতে সর্বসাধারণকে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team