1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর ‘খুবই খুশির খবর’ : পররাষ্ট্রমন্ত্রী - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১১ জানয়ারী ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন

ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর ‘খুবই খুশির খবর’ : পররাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার ‘আকস্মিকভাবে’ ঢাকা সফরকে ‘খুবই খুশির’ খবর হিসেবে অভিহিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

তিনি বলেন, ‘খুবই খুশির খবর যে, ভারতের পররাষ্ট্র সচিব আমাদের দেশে সফরে এসেছেন। তার সাথে অনেক বিষয় নিয়ে আলাপ-আলোচনা হবে।’

‘ভারতে করোনার ভ্যাকসিন তৈরির সম্ভাবনা রয়েছে। সে ভ্যাকসিন আমরা কীভাবে পাবো সে বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিবের সাথে আলাপ হবে।’

বুধবার সকালে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর স্থায়ী প্রতিকৃতি উন্মোচনের পর এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

ভারত-বাংলাদেশের সম্পর্ক নিয়ে মোমেন বলেন, ‘ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী। তাদের সাথে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক। বাংলাদেশের স্বাধীনতায় তারাও রক্ত দিয়েছে।’

‘আমরা দুই দেশ মিলে অনেক প্রোগ্রাম এক সাথে করি। আমরা দুদেশের মধ্যে ভালো সম্পর্ক রাখতে চাই। সমস্যা আসলে তা আলোচনার মাধ্যমে সমাধান হবে,’ যোগ করেন তিনি।

এসময় পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী বছর বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরের অনুষ্ঠান বাংলাদেশ ও ভারত এক সাথে উদযাপন করবে।

এদিকে, করোনার মধ্যে খুব বেশি বাধ্য না হলে প্রবাসীদের দেশে না ফেরার আহ্বান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘করোনার কারণে বিদেশে অনেক প্রবাসী সমস্যায় রয়েছেন। তবে আপৎকালীন সময় চলে যাবে। তখন প্রবাসীদের অবস্থা এতো খারাপ থাকবে না।’

তিনি আরো বলেন, ‘ভিসার মেয়াদ নিয়ে তাদের (প্রবাসীদের) চিন্তার কোনো কারণ নেই। বিনা খরচে ভিসা অটোমেটিক রিনিউ হবে।’

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST