1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ভারতীয় দলে এখন রোল মডেলের বড়ই অভাব - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন

ভারতীয় দলে এখন রোল মডেলের বড়ই অভাব

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের ২০১৫ পরবর্তী সাফল্যযাত্রার বড় একটা কৃতিত্ব সবসময়ই দেয়া হয় ফ্যান্টাসটিক ফাইভ তথা পঞ্চপান্ডবকে। বলা হয় মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহীম ও মাহমুদউল্লাহ রিয়াদদের সাহচর্যে তরুণ ক্রিকেটাররা যেভাবে এগিয়ে এসেছে- তাতেই মিলেছে দলীয় সাফল্য।

একই কথা প্রযোজ্য ভারতীয় ক্রিকেট দলের ক্ষেত্রেও। চলতি শতকের শুরুর দিকে ভারতের হয়ে একসঙ্গে খেলেছেন কিংবদন্তি শচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষণ, অনিল কুম্বলেরা। যারা কি না নিজেদের অভিজ্ঞতা দিয়ে জুনিয়র ক্রিকেটারদের এগিয়ে যেতে সাহায্য করেছেন।

কিন্তু বর্তমান ভারতীয় দলে এমনটা নেই বললেই চলে। যা সরাসরি বলে দিয়েছেন দুই সাবেক ক্রিকেটার যুবরাজ সিং ও গৌতম গম্ভীর। তাদের দুজনেরই অভিন্ন মত, বর্তমানে ভারতীয় দলে অনুসরণ করার মতো কোন রোল মডেল নেই। যারা দায়িত্ব নিয়ে উঠতি ক্রিকেটারদের বড় করবে।

কয়েকদিন আগে রোহিত শর্মার সঙ্গে এক লাইভ আড্ডায় যুবরাজ বলেছিলেন, ‘আমি আমাদের সময়ের সঙ্গে বর্তমান সময়ের মধ্যে পার্থক্য হিসেবে দেখি যে আমাদের সময় সিনিয়র ক্রিকেটাররা অনেক সুশৃঙ্খল ছিলেন। সোশ্যাল মিডিয়ার জ্বালাতন ছিল না। এমনকি সোশ্যাল মিডিয়া সহজলভ্য হওয়ার পরেও খুব কম ক্রিকেটারই তাতে আসক্ত হয়েছিল।’

যুবরাজের এই কথার সঙ্গে একমত প্রকাশ করেছে গম্ভীরও। তিনি বলেছেন, ‘আমি যুবরাজের সঙ্গে একমত যে, বর্তমানে ভারতীয় দলে রোল মডেলের বড়ই অভাব। আমাদের সময় (২০০০ সালের দিকে) দ্রাবিড়, কুম্বলে, লক্ষণ, সৌরভ, শচিনরা ছিলেন দলটাকে এগিয়ে নেয়ার জন্য।’

তিনি আরও বলেন, ‘দলে সিনিয়র খেলোয়াড় থাকা সবসময়ই গুরুত্বপূর্ণ। যা কঠিন সময়ে সঠিক পথটা দেখাতে পারে। আমি বর্তমানে ভারতীয় ক্যাম্পে খুব বেশি সিনিয়র খেলোয়াড় নেই যারা নিজেদের স্বার্থ আলাদা রেখে জুনিয়র ক্রিকেটারদের সাহায্য করবে।’

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST