ঢাকাশুক্রবার , ১৪ জুন ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

ভারতকে হারাতে এ-প্লাস পারফরম্যান্স দরকার পাকিস্তানের: ওয়াকার

অনলাইন ভার্সন
জুন ১৪, ২০১৯ ৯:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

খবর ২৪ ঘণ্টা ডেস্ক: রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে ভারত-পাক লড়াই বিশ্বকাপের বড় ম্যাচ৷ যা ম্যাঞ্চেস্টার মহারণ নামে পরিচিত৷ বিশ্বকাপ ও সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে ফেভারিট হিসেবে মাঠে নামবে বিরাটবাহিনী৷ ভারতকে হারাতে হলে “এ-প্লাস পারফরম্যান্স ” দরকার পাকিস্তানের৷ এমনটাই মনে করেন প্রাক্তন পাক পেসার তথা কোচ ওয়াকার ইউনিস৷

বিশ্বকাপের ইতিহাস ভারতের পক্ষেই৷ কারণ বিশ্বকাপে কোনও দিন ভারতের বিরুদ্ধে জয়ের স্বাদ পায়নি পাকিস্তান৷ ১৯৯২ থেকে এ পর্যন্ত ছ’বারের সাক্ষাতে প্রতিবার ‘মেন ইন ব্লু’-র কাছে হার হজম করেছে সবুজবিগ্রেড৷ রবিবার ম্যাঞ্চেস্টার মহারণ নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে৷ এই ম্যাচই বিশ্বকাপের ইউএসপি৷

ভারত-পাক লড়াই নিয়ে প্রাক্তন পাক অধিনায়ক ওয়াকার আইসিসি-র ওয়েবসাইটে নিজের কলামে লিখেছেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই বড় ম্যাচ৷ রবিবারের লড়াইটা আরও বেশি গুরুত্বপূর্ণ৷ পাকিস্তানকে এই ম্যাচ জিততে হলে এ-প্লাস পারফরম্যান্স করতে হবে৷ এই ম্যাচ দু-দেশের কাছেই বিশেষ তাৎপর্যপূর্ণ৷ কারণ লক্ষ লক্ষ মানুষ এই দেখে৷’

বৃহস্পতিবার ট্রেন্ট ব্রিজে ভারত- নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টি থাবা বসানোয় মহারণের প্রস্তুতিতে ব্যঘাত ঘটেছে বিরাটদের৷ এর আগে অবশ্য প্রথম দু’টি ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে দারুণ শুরু করেছে বিরাটবাহিনী৷ অন্যদিকে, অস্ট্রেলিয়ার কাছে হেরে ভারতের বিরুদ্ধে লড়াইয়ে নামছে সরফরাজ অ্যান্ড কোং৷

বুধবার টনটনে অস্ট্রেলিয়ার কাছে ৪১ রানে হেরেছে পাকিস্তান৷ টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে ৩০৭ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া৷ দুরন্ত শতরান করেন ডেভিড ওয়ার্নার৷ অধিনায়কোচিত হাফসেঞ্চুরি করেন অ্যারন ফিঞ্চ৷ মহম্মদ আমের ১০ ওভারে মাত্র ৩০ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নিলেও অস্ট্রেলিয়াকে তিনশোর আগে বেঁধে রাখতে পারেনি পাকিস্তান৷ শুধু তাই নয়, রান তাড়া করতে নেমে পাকিস্তান ৪৫.৪ ওভারে ২৬৬ রানে অল-আউট হয়ে যায়৷ ইমাম, বাবর, হাফিজ, সরফরাজ, হাসান, রিয়াজরা সম্মিলিতভাবে লড়াই চালালেও শেষরক্ষা করতে পারেননি৷

ভারত অবশ্য টুর্নামেন্টে অপরাজিত রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে নামছে৷ কারণ প্রথম দু’টি ম্যাচ জিতেছে বিরাট অ্যান্ড কোং৷ আর বৃহস্পতিবার ট্রেন্ট ব্রিজে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় বিশ্বকাপে এখনও কোনও ম্যাচ হারেনি ‘মেন ইন ব্লু’৷ তবে দু-বছর আগে ইংল্যান্ডের মাটিতে ভারতকে হারিয়ে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয় সরফরাজদের মোটিভেট করবে বলে মনে করেন ওয়াকার৷

ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ লিগে পাকিস্তান ভারতের কাছে ১৮০ রানে দুরমুশ হলেও ফাইনালে মেন ইন ব্লু’কে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের স্বাদ পায় মেন ইন গ্রিন৷

খবর২৪ঘণ্টা, জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।