পাবনা প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় বড়াল নদী থেকে অজ্ঞাতনামা যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০৮ জুন) সকাল আটটার দিকে মরদেহটি উদ্ধা করা হয়।
ওসি আরও জানান, মৃত যুবকের নাম পরিচয় এখনও জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫/২৬ বছর। পড়নে প্রিন্টের শার্ট ও জিন্স প্যান্ট রয়েছে।
তার শরীরে আঘাতের কোনো চিহ্ন বোঝা যাচ্ছে না। কয়েকদিন আগে কোনো কারণে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ময়না তদন্তের জন্য মরদেহটি পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খবর২৪ঘণ্টা, জেএন