1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ভাঙ্গুড়ায় জলাশয় দখল নিয়ে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১১ জানয়ারী ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় জলাশয় দখল নিয়ে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০

পাবনা প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় সরকারি জলাশয় দখল নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত বৃদ্ধ তোরাব আলী (৭৫) মারা গেছেন। বুধবার (১৪ অক্টোবর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে তার মৃত্যু হয়। মৃত তোরাব আলীর বাড়ি উপজেলার খানমরিচ ইউনিয়নের দাসবেলাই গ্রামে।

এর আগে এদিন সকালে দুই পক্ষের অর্ধশতাধিক লোকজনের মধ্যে লাঠিসোটা সহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দাসবেলাই গ্রামে প্রায় দেড় একর আয়তনের সরকারি জলাশয় দীর্ঘদিন ধরে গ্রামের মসজিদের নামে ডিসিআর কেটে ভোগ দখল করা হয়। মসজিদের কমিটির পক্ষে নেতৃত্ব দেন গ্রামের প্রবীণ ব্যক্তিত্ব ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বেলাল হোসেন। কিন্তু এ বছর এপ্রিল মাসে একই গ্রামের হাফিজুর রহমান গ্রুপ সংশ্লিষ্ট ভূমি অফিস থেকে ২ লাখ ৬০ হাজার টাকা দিয়ে আগামী তিন বছরের জন্য জলাশয়টি ইজারা নেয়।

এ কারণে বেলাল গ্রুপের সঙ্গে হাফিজুর গ্রুপের বিরোধের সৃষ্টি হয়। এ অবস্থায় বেলাল গ্রুপের লোকজন হাফিজুরের লোকজনকে পুকুর থেকে মাছ ধরতে নিষেধ করেন। তবে নিষেধ অমান্য করে দুইদিন আগে হাফিজুরের লোকজন জলাশয়ে মাছ ধরার চেষ্টা করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়।

এক পর্যায়ে বুধবার সকালে দুই পক্ষের অর্ধশতাধিক লোকজন লাঠিসোটাসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে গ্রামের আব্দুল গফুর (৫৫), আব্দুল মমিন (৩৫), মোমেনা খাতুন (৪০), নজরুল ইসলাম (৪০), জহির উদ্দিন (৬০), আলাউদ্দিন আলী (৩০), বাছিয়া খাতুন (৪০), মফিদুল ইসলাম (৩৫), শহিদুল ইসলাম (৩০), আনিছুর রহমান (৩৫) ও রুহুল আমিন (৫০) কে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদের মধ্যে তোরাব আলী (৭৫) ও তার ছেলে ফজলু হোসেন (৪০) কে মুমূর্ষ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হলে সেখানে তোরাবের মৃত্যু হয়।

ভাঙ্গুড়া থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হাসপাতালে পুলিশ পাহারা বসানো হয়েছে। তবে একজন নারী তাকে উত্যক্ত করার ঘটনা উল্লেখ করে সংঘর্ষ হয়েছে বলে ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু প্রাথমিক তদন্তে এই অভিযোগের সত্যতা মেলেনি। তাই তদন্ত করে প্রকৃত ঘটনা উন্মোচন করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এস/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST