প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের অবর্তমানে জাতীয় পার্টি ভাঙ্গেনি; এটিকেই দলের বড় অর্জন বলে মনে করছেন নেতারা। নানা চড়াই-উতরাই পেরিয়ে দল এখন আরও সুসংগঠিত বলে শীর্ষ নেতাদের দাবি। এরশাদের মৃত্যুর পর দলের নেতৃত্ব নিয়ে জি এম কাদের ও রংশন এরশাদের মাঝে দ্বন্দ্ব দেখা দিয়েছিল।
তবে জাতীয় পার্টির নবম কেন্দ্রীয় সম্মেলনে রওশন এরশাদকে প্রধান পৃষ্ঠপোষক, আর জি এম কাদের চেয়ারম্যান হওয়ার পর দলের ভাঙন থামে। এরপর নেতাকর্মীদের মধ্যে চাপা অসন্তোষ থাকলেও, প্রকাশে আর দ্বন্দ্ব দেখা দেয়নি।
বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজ টোয়েন্টিফোরকে জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু বলেন, প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর মনে হয়েছিল জাতীয় পার্টিই থাকবে না। কিন্তু সেটা হয়নি। বরং জাতীয় পার্টি আরও শক্তিশালী হয়েছে।
জাতীয় পার্টি কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার বলছেন, জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে। ভবিষ্যতেও দলে বিভক্তি আসবে বলে আমি বিশ্বাস করি না। দলের সাবেক প্রেসিডিয়াম সদস্য সাঈদ তারেক বলছেন, এরশাদের আদর্শ থেকে বিচ্যুতি হলেই দলটির অস্তিত্ব হুমকির মুখে পড়বে।
জেএন