খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: জাগুজিতে শুয়ে আছেন বিশ্বসুন্দরী। তাতে ঘিরে রয়েছে অনেকে। কেউ চুল ঠিক করে দিচ্ছেন। তো কেউ জল ছিটিয়ে দিচ্ছেন গায়ে। তাঁর রূপে আরও একবার মুগ্ধ সাইবারবাসী। সোশ্যালমিডিয়ায় ভাইরাল হল সুস্মিতার স্নানের ভিডিও।
ভিডিওতে বছর ৪২-এর নায়িকাকে দেখে মনে হচ্ছে অষ্টাদশী কন্যা। বরাবরের মতো এবারও তাঁর সৌন্দর্যে, আভিজাত্যে মুগ্ধ তাঁর ফ্যানরা। প্রসঙ্গত, স্নান নিয়ে খুবই খুঁতখুঁতে নায়িকা। স্নানের সময় নাকি তিনি খোলা আকাশ, চাঁদ তারাদের দেখতে পছন্দ করেন। আর তাই নিজের বাড়ির ছাদে তৈরি করেছেন সুইমিং পুল।
খবর২৪ঘণ্টা.কম/রখ