নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর সরকারি স্কুলগুলোতে তৃতীয় শ্রেণীর ভর্তি পরীক্ষা অপরিবর্তিত রাখার দাবিতে নগরীতে বিক্ষোভ করেছেন অভিভাবকরা। শনিবার দুপুরে তারা নগর ভবনের সামনে বিক্ষোভ করেন। বিক্ষোভের সময় অভিভাবকরা রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের হস্তক্ষেপ কামনা করেন। সেখান থেকে বেরিয়ে তারা জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জানান।
আবেদনে অভিভাবকরা দাবি করেন, রাজশাহী মহানগরীর সরকারি স্কুলগুলোতে তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষা হতে হবে ২০১৪ সালের মতো। ২০১৯ সালের ভর্তি পরীক্ষায় কোনো পরিবর্তন করা যাবে না। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সর্বনিম্ন বয়স করতে হবে সাত বছর। চারটি সরকারি স্কুলে মেধাক্রম অনুযায়ী ভর্তির সুযোগ দিতে হবে। শিক্ষার্থীদের আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং পরীক্ষার ২৪ ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণা করতে হবে।
খবর ২৪ ঘণ্টা/এমকে