খবর২৪ঘণ্টা ডেস্ক:ফের ট্রেনে অগ্নিকাণ্ড৷ এবার অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরীতে৷ গতকাল গভীর রাতে ট্রেনের প্যান্ট্রিতে আগুন লেগে যায়৷ যা নিমেষে ছড়িয়ে পড়তে থাকে৷ আতঙ্কে ট্রেনের মধ্যেই ছোটাছুটি শুরু করে যাত্রীরা৷
জানা গিয়েছে, ট্রেনের কর্মীরা প্যান্ট্রি কারটি আলাদা করে দেন৷ সেইসঙ্গে চলতে থাকে আগুন নেভানোর কাজ৷ রাত ২ টো নাগাদ এই ঘটনা ঘটে৷ তবে কীভাবে এই আগুন লাগল তা স্পষ্ট নয়৷ হাতহতের কোনও খবর নেই৷
তবে যশবন্তপুর-টাটানগর সুপারফাস্ট এক্সপ্রেসের প্যান্ট্রি কারটি আগুনে ভস্মীভূত হয়ে যায়৷ এই প্যান্ট্রি কারটি ট্রেন থেকে বিচ্ছিন্ন করার আগে আগুন নেভানোর চেষ্টা করেন কর্মীরা৷ কিন্তু তাতে সফল না হয়ে তাঁরা বাধ্য হয়ে একে আলাদা করে দেন৷
ট্রেনটি বেঙ্গালুরু থেকে জামশেদপুরে যাচ্ছিল৷ মাঝপথেই এই অগ্নিকাণ্ড৷ এই ঘটনার জেরে ওই লাইনের অন্যান্য ট্রেনের সময়সূচীও বদলে যায়৷ পুলিশ এবং রেল আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্তে নামে৷
খবর২৪ঘণ্টা, জেএন