1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ভবানীপুরের ইউপি সদস্য আব্দুর রউফ সাময়িক বরখাস্ত - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১১ পূর্বাহ্ন

ভবানীপুরের ইউপি সদস্য আব্দুর রউফ সাময়িক বরখাস্ত

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ২৭ জুন, ২০১৯

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : আদালত কৃর্তক অপরাধমুলক কার্যক্রমের অভিযোগপত্র গৃহীত হওয়ায় বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নধ পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য আব্দুর রউফ (৩৮) কে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
গত ২৫ জুন ২০১৯ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ সচিব মোহাম্মাদ তানভীর আজম সিদ্দিকী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, ভবানীপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য মো. আব্দুর রউফ এর বিরুদ্ধে শেরপুর থানার মামলা নং ১০ তারিখ ০৬/০৯/২০১৮ জিআর নং ৩৬৬/২০১৮ (শেরপুর) স্পেশাল ট্রাইবুন্যাল (এসটি) মামলা নং ০১/২০১৯ এর অভিযোগপত্র (চার্জশীট) বিজ্ঞ আদালত কৃর্তক আমলে নেয়ায় তার দ্বারা ইউনিয়নৃ পরিষদের মতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচিন নয় মর্মে সরকার মনে করে।

সেহেতু বগুড়া জেলার শেরপুর ভবানীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য আব্দুর রউফ কৃর্তক সংঘটিত অপরাধমুলক কার্যক্রম পরিষদ সহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা ৩৪ (১) অনুযায়ী তাকে স্বীয় পদ থেকে সাময়িক বহিস্কার করা হলো।

উলে­খ্য, আব্দুর রউফ ভবানীপুর গ্রামের ফজলুল হকের ছেলে। সে ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর একটি ৯এমএম বিদেশী পিস্তল সহ গ্রেপ্তার করে শেরপুর থানার পুলিশ। তার বিরুদ্ধে শেরপুর সহ বিভিন্ন থানায় হত্যাসহ ৪টি মামলা রয়েছে।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST