বাগমারা প্রতিনিধি: বাগমারা উপজেলা সদর ভবানীগঞ্জ পৌর সভার ২নং ওয়ার্ডের যুবদলের কমিটি গঠন উপলক্ষ্যে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার উত্তর একডালা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্ত, কর্মী সভায় প্রধান বক্তা ছিলেন ভবানীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক আলাউদ্দীন প্রাং সাওন। বিশেষ অতিথি ছিলেন বি.এন.পি নেতা কাউন্সিলর ইসমাইল হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, শাহিন আক্তার। কর্মী সভায় আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা আ: মান্নান, খন্দকার গোলাপ, হাফিজুর ইসলাম হ্যাপি, কাওছার আহমেদ, জামাল উদ্দিন, দেলোয়ার, এমদাদুল হক ও ছাত্রদল নেতা এনামূল হক প্রমূখ। কর্মী সভায় সাইফুল ইসলামকে সভাপতি, সাজেদুর রহমান সাধারণ সম্পাদক আব্দুর রফিক সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলামকে যুগ্ম সম্পাদক ও আব্দুর রাজ্জাক কে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ভবানীগঞ্জ পৌর যুবদলের ২নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ