বাগমারা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভবানীগঞ্জ পৌর বিএনপি’র আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বিকেলে পৌর বিএনপি’র উদ্যোগে পৌরসভার চাঁনপাড়া হাফেজিয়া মাদ্রাসা চত্তরে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহবায়ক আবু সাইদ চাঁদ। বিশেষ অতিথি ছিলেন, যুগ্ম আহবায়ক শ্রী বিশ্বনাথ সরকার, সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, সাবেক এমপি জাহান পান্না, সাবেক সহসভাপতি দেলওয়ার হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ মহাশিন, ডিএম জিয়াউর রহমান জিয়া, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান তপন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, ওয়াহেদ মোল্লা, মাহামুদা হাবিবা, জেলা বিএনপি’র সদস্য মামুনুর রহমান মিন্টু, বাগমারা উপজেলা বিএনপি’র সাবেক সহসভাপতি ইউপি চেয়ারম্যান এ্যাড. মনিরুজ্জান রঞ্জু,
সাবেক সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহান, ভবানীগঞ্জ পৌর বিএনপি’র সাবেক সম্পাদক পৌর কাউন্সিলর জিল্লুর রহমান, বিএনপি নেতা মাষ্টার মোশারফ হোসেন, ভবানীগঞ্জ পৌর বিএনপি’র সাবেক সংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, নওহাটা পৌর মেয়র মকবুল হোসেন, যুবদলের সাবেক জেলা আহবায়ক আনোয়ার হোসেন উজ্জল, কেন্দ্রীয় কৃষক দল নেতা ওয়াদুদ রহমান পিন্টু, দূর্গাপুরের সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মন্টু, জেলা যুবদল সভাপতি মোজাদ্দেদ জামানী সমুন, জেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক এ্যাড শানাউল করিম ইসা, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা নুসরাত এলাহী রিজভী, ওয়ালিউজ্জামান পরাগ, জুলফিকার রহমান, বাগমারা উপজেলা যুবদলের আহবায়ক শহিদুজ্জামান মুকুল, যুগ্ম আহবায়ক আব্দুল মালেক মানিক, মোস্তাফিজুর রহমান টুকু, হুজুর আলী, বিএনপি নেতা শাহিন রেজা, ছাত্রদল নেতা বাবু, মুকুল বোস প্রমূখ। শেষে সর্বসম্মতি ক্রমে আক্তারুজ্জামান বল্টুকে আহবায়ক ও আব্দুর রহিম গদের প্রাং কে যুগ্ম আহবায়ক এবং মোজাম্মেলল হককে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট ভবানীগঞ্জ পৌর বিএনপি’র আহবায়ক কমিটি গঠন করা হয়।
আর/এস