1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বড়াইগ্রামে ২৪টি গরুসহ ট্রাক ছিনতাই, আহত ৪ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:২৫ পূর্বাহ্ন

বড়াইগ্রামে ২৪টি গরুসহ ট্রাক ছিনতাই, আহত ৪

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০

বড়াইগ্রাম প্রতিনিধি : বড়াইগ্রামে ৪ জনকে বেঁধে রেখে মারপিট করে ২৪টি গরুসহ একটি ট্রাক ছিনতাই করেছে ডাকাত দল। গত মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার কয়েন গোরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাত দলের মারপিটে আহতরা হলেন, গরু ব্যবসায়ী যশোর জেলার কেশবপুর উপজেলার ঘেরচী গ্রামের মৃত চিত্তরঞ্জন দাসের ছেলে বিধান দাস (৪৬), আবু বক্করের ছেলে আসাদুল ইসলাম (৩৬) এবং ট্রাক চালক খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চুকনাগড় গ্রামের শিমুল সরকার (২৫) ও ট্রাক হেলফার মাগুড়া উপজেলার ঘুনা গ্রামের শাহাবুদ্দিন ছেলে টিটু (২০)। আহতদের মধ্যে দুই গরু ব্যবসায়ীকে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ট্রাক চালক ও হেলফারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গরু ব্যবসায়ী বিধান বলেন, গত মঙ্গলবার নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ হাট থেকে প্রায় ৯ লক্ষ টাকা মূল্যের ২৪টি গরু ক্রয় করে গত মঙ্গলবার সন্ধা ৭টার দিকে ট্রাক (খুলনা ন ১১-০০০৭) যোগে যশোর যাচ্ছিলাম। গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে নাটোর-পাবনা মহাসড়কের কদমচিলান এলাকার সাদিয়া তেল পাম্প পার হয়ে কয়েন গোরস্থানের সামনে ট্রাকটি পৌঁছালে পেছন থেকে একটি ৬ চাকার ট্রাক সামনে গিয়ে আমাদের গতিরোধ করে। প্রথমে ডাকাতরা তাদের ট্রাকটিকে ধাক্কা দেওয়ার অভিযোগ তুলে আমাদের ট্রাক চালক ও সহকারীকে মারপিট শুরু করে। আমরা এগিয়ে গেলে

আমাদেরকে মারপিট করে ও হাত পেছনে নিয়ে বেঁধে রাখে ও মুখে টেপ দিয়ে পাশের খালের কাদা পানিতে ফেলে দেয়। পরে ডাকাত দল পাবনার দিকে ২৪টি গরু সহ আমাদের ট্রাক নিয়ে চলে যায়। আমরা গড়াগড়ি ও হামাগুড়ি দিয়ে পরষ্পর একত্রিত হই এবং একজন আরেকজনকে মুখ দিয়ে বাঁধন খুলে দেয়। তারপর আমরা পাশে অবস্থিত সাদিয়া তেল পাম্পে এসে হাইওয়ে পুলিশকে ফোন করলে তারা এসে আমাদের বনপাড়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।তিনি আরো জানান, বড় চাকু দিয়ে আমাদের দুই ব্যবসায়ীকে এলো পাতাড়ি কোপানো হয়েছে। আমাদের কাছে থাকা নগদ দুই হাজার টাকা ও দুইটি মোবাইল ফোন নিয়ে গেছে ডাকাতরা। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আহতদের উদ্বার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হারুন উর রশিদ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরবর্তীতে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST