আবু মুসা বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের পাবনা-নাটোর মহাসড়কের কদমচিলান এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহতের ঘটনা তদন্তে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব শফিকুল ইসলামের নেতৃত্বে ৬ সদস্যের তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুপুর ২টার দিকে তদন্ত দলটি কদিমচিলান এলাকায় পৌছে।এসময় তারা দুর্ঘটনাকবলিত বাস সহ সার্বিক বিষয় পর্যবেক্ষণ করেন এবং প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেন। তদন্ত দলে উপস্থিত ছিলেন বিআরটিএ পরিচালক অপারেশন শিতাংশু শেখর বিশ্বাস,গাজিপুর হাইওয়ে পুলিশের পুলিশ সুপার শফিকুল ইসলাম,বুয়েটের সহযোগী অধ্যাপক কাজী মোহম্মদ
সিফান নেওয়াজ,নিরাপদ সড়ক চাই প্রতিনিধি এসএম আজাদ হোসেন এবং বৈশাখী টিভির হেড অব নিউজ অশোক চৌধুরী।এছাড়া নাটোর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।এ কমিটি সড়ক দুর্ঘটনার কারণ ও দায় নিরুপন পূর্বক দুর্ঘটনা রোধ কল্পে সুপারিশ প্রনয়ন করবে বলে জানান কমিটির প্রধান। সড়ক দুর্ঘটনা রোধে মহাসড়কের সাথে স্বল্প গতির যানবাহনের জন্য পৃথক লেন করার সুপারিশ করা হয়েছে বলে বলে জানান কমিটির প্রধান শফিকুল ইসলাম।
খবর২৪ঘণ্টা.কম/জেএন