বড়াইগ্রাম নাটোরে প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে মোবাইলে প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে ধর্ষণের স্বীকার হয়েছেন নবম শ্রেণী পড়ুয়া এক ছাত্রী। শুক্রবার রাতে উপজেলার বড়াইগ্রাম পৌরসভার রাজ্জাক মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ধর্ষণের সহায়তার অভিযোগে দুইজনকে আটক করেছে। মূল অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। আটককৃতরা হলেন রাজ্জাক মোড় এলাকার মোতালেব হোসেনের ছেলে
সোহেল রানা (৩৫) ও আসলাম আলীর ছেলে ইমন আলী (২৩),পুলিশ ও নির্যাতিতার পরিবার মাধ্যমে জানা যায়, শুক্রবার রাতে ওই ছাত্রীকে মোবাইলে প্রেমিক দেখা করার কথা বলে বাড়ির বাহিরে এনে একটি মেহগনি বাগানে ধর্ষণ করে। তার আগে সোহেল ও ইমন ছাত্রীকে মোটরসাইকেলে করে তার প্রেমিকের কাছে দিয়ে যায়। পরে বাড়ির লোকেরা
ছাত্রীকে উদ্ধার করে।অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রীর পরিবারের মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন এবং সহায়তার অভিযোগে সোহেল ও ইমনকে আটক করা হয়েছে। মূল অভিযুক্তকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। লিখিত অভিযোগের পর তার ডাক্তারী পরীক্ষাসহ পরবর্তী কার্যক্রম করা হবে।খবর২৪ঘণ্টা, জেএন