বড়াইগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কায় স্কুল ছাত্র নিহত
প্রকাশের সময় :
রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯
প্রতিনিধি নাটোর: নাটোরের বড়াইগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আমির হামজা নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত আমির হামজা বড়াইগ্রামের গুনাইহাটি গ্রামের আব্দুল জব্বারের ছেলে ও মাঝগ্রাম কারিগরি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র। রবিবার সকালে বনপাড়া পৌর সভার মালিপাড়া আফতাব ফিড মিল মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে প্রাইভেট পড়তে এসে পড়া শেষে শিক্ষকের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হলে ওই জায়গায় পৌছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। পরে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।