ঢাকাসোমবার , ৮ জুলাই ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

বড়াইগ্রামে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক নিহত, আহত-৩

অনলাইন ভার্সন
জুলাই ৮, ২০১৯ ১০:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে শ্যামলী পরিবহনের বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক নিহত হয়েছে ও আহত হয়েছে বাসের ৩ জন যাত্রী।
সোমবার ভোর সোয়া ৫টার দিকে উপজলার আগ্রান সুতির পার নামক স্থানে এই দুর্ঘটনা ঘট। এ সময় নিহত হয় রবি নামের ট্রাক চালক ও আহত হয় শ্যামলী পরিবহন বাসের ৩জন যাত্রী। নিহত ট্রাক চালক কুষ্টিয়ার ভেরামাড়া মসমপুর গ্রামের মৃত আমির হাসানের ছেলে।
আহতরা হলেন, পাবনার মানিকনগর এলাকার মৃত কোরবান আলীর ছেলে বিপ্লব হাসান (৪০), কুষ্টিয়ার গ্যাদন প্রামানিকের ছেলে জিয়াউল হক(২৮), মহরপুর সদরের আনোয়ার হোসেন (৩৮)।
স্থানীয়রা ও পুলিশ সূত্র জানা যায়, শ্যামলী পরিবহনের বাস চট্টগ্রাম থেকে মহরপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি আগ্রান সুতির পার নামক এলাকায় এসে ঝিনাইদহ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের ড্রাইভার ঘটনাস্থলেই মারা যায় ও  আহত হয় বাসের ৩ যাত্রী। পরে  স্থানীয়রা আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।খবর২৪ঘণ্টা, জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।