নাটোরের বড়াইগ্রামে পানিতে ডুবে সীমান্ত (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১ টার দিকে এঘটনা ঘটে। নিহত শিশু বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কুমরুল গ্রামের বিকাশ মন্ডলের ছেলে। স্থানীয় ওয়ার্ড সদস্য ফেরদৌস জানান, শিশু সীমান্ত দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে পাশে থাকা ক্যানেলে পড়ে
যায়। পরে এক পথচারী দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল হক পানিতে ডুবে শিশু মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এস/আর