নাটোরের বড়াইগ্রামে নছিমনের ধাক্কায় শহিদুল ইসলাম(৪০) এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার(১৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মৌখাড়া হাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত বড়াইগ্রাম পৌর শহর এলাকার উত্তরপাড়া গ্রামের মৃত মোশাহেদ খানের ছেলে।
প্রতক্ষদর্শীরা জানান, সকালে পোশাক তেরীর কাজে দোকানে যাওয়ার পথে মৌখাড়া এলাকায় পৌছালে শ্যালো ইঞ্জিল চালিত একটি নছিমন গাড়ী তাকে চাপা দেয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, ভডভটির আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়াধীন রয়েছে।
বিএ/