নাটোরের বড়াইগ্রামে ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কায় রওশন আরা(৩৫) নামে এক স্কুল শিক্ষিকার নিহত হয়েছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল নয়টার টার দিকে উপজেলার জালোড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রওশনআরা একই গ্রামের ফিরোজের স্ত্রী মুশিন্দা প্রাইমানব স্কুলের সহঃ শিক্ষকা ও ডেপুটেশনে সাতইল প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তার স্বামীর সাথে মোটরসাইকেলে করে বাড়ি থেকে কর্মস্থলের উদ্যোশে বের হয়। পথে জালোড়া মসজিদের সামনে পৌছালে বিপরিতমুখি ট্রাক চলে আসলে হুট করে সজোরে মোটরসাইকেলটি ব্রেক করে।
এসময় ট্রাকটি পিছনে ডান সাইডে চাপা দিলে। সে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তা ওপর পরে যায় ট্রাকটি তাকে পিসে দিয়ে পাশের খাদে পরে যায়।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু সিদ্দিক ঘটনা সত্যত্যা নিশ্চিত করে বলেন ঘটনাস্থলে আমরা আছি।তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
বিএ/