বড়াইগ্রাম প্রতিনিধি : বড়াইগ্রামে জোনাইল ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার হোসেনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রোববার রাতে ইউনিয়নের নাজিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জোনাইল ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, গোলজার হোসেন ব্যবসায়িক কাজে নিজ বাড়ি নাজিরপুর থেকে জোনাইল বাজারে যাবার পথে পূর্বে থেকে ওৎ পেতে থাকা নাজিরপুর গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে সবুজ হোসেন ও তার সাথীরা ধারালো হাসুয়া, রড, লাঠি দিয়ে এলাপাথাড়ি কুপিয়ে ও
পিটিয়ে আহত করে এবং তার সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে প্রথমে বড়াইগ্রামে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৌখিকভাবে আমি খবর পেয়ে ঘটনাস্থ পরিদর্শনের জন্য পুলিশ পাঠিয়েছিলাম। আহত গোলজারের লোকেরা তার চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় থানায় মামলা দায়ের করে নাই। তারা মামলা দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আর/এস