নাটোরের বড়াইগ্রামে অর্ধখুলি বিশিষ্ট এক শিশুর জন্ম হয়েছে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বনপাড়া জাহেদা হাসপাতালে মলিনা(৩৫)নামের এক গৃহবধূর অস্ত্রপাচারের মাধ্যমে ছেলে শিশুটির জন্ম হয়।তাদের সংসারে আগের তিন সন্তান রয়েছে।
মলিনা উপজেলার দেওগ্রাম গ্রামের শাহিনের স্ত্রী।
জাহেদা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ জাহিদুল ইসলাম জানান, এই দম্পতি তাদের অবস্থা জেনেই তারা বিকালে হাসপাতালে ভর্তি হয়। অ্যানসেফালি এসব ডেলিভারি অনেক চিকিৎসকরা অস্ত্রপাচারেও মাধ্যমে করে থাকে। আবার নরমালেও করা হয়ে।
আমরা অস্ত্রপাচারের মাধ্যমে করেছি। আল্লাহর রহমতে এখন পর্যন্ত জীবিত আছে,হায়াত থাকলে বেঁচে থাকতে পারে। এ ব্যাপারে আমরা আর কিছু বলতে পারছি না।
এদিকে শিশুটিকে দেখতে হাসপাতালে ভিড় করছে মানুষ।
বিএ/
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।