বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, সকাল সাড়ে ৭টায় দিকে স্থানীয় এক ব্যক্তি রাস্তায় গলায় রশি দিয়ে পেচাঁনো অজ্ঞাত লাশটি দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটির গলায় রশি ও মুখোমণ্ডল রক্তাত ছিল। লাশটির পরিচয় সনাক্তের চেষ্টা করছেন বলে জানান।