খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক মামলার আসামি গ্রেপ্তার করতে গিয়ে একটি বাড়ি থেকে ফেনসিডিল তৈরির সরঞ্জামসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রোববার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে ফেনসিডিল ভর্তি বোতল ও ফেনসিডিলের খালি বোতলসহ ড্রাম ভর্তি লিকুয়িট ফেনসিডিল উদ্ধার করে।
আখাউড়া থানার এএসআই সেলিম জানান, রবিবার সকালে উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামে মাদক মামলার অভিযুক্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তারে অভিযান চালানো হয়। এসময় গোপন সংবাদে ওই গ্রামের একটি বাড়ি থেকে মাদক ব্যবসায়ী লিয়াকত, টিটু এবং আবু বকরকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ড্রামে ভর্তি চার লিটার লিকুয়িট ফেনসিডিলসহ ২৬ বোতল ফেনসিডিল, ৬০টি খালি ফেনসিডিলের বোতল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বরাত দিয়ে এএসআই সেলিম জানান, ওই গ্রামের একটি বদ্ধ ঘরের ভেতর থেকে ফেনসিডিল তৈরির সরঞ্জাম, ফেনসিডিলের খালি বোতল, কাঁচামাল (ড্রামে রক্ষিত ফেনসিডিল) ও বোতলে ভরা ফেনসিডিল উদ্ধার করা হয়।
তিনি বলেন, এগুলো নকল ফেনসিডিল তৈরিতে ব্যবহার করা হতো।
খবর২৪ঘণ্টা.কম/রখ