খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ডাকাত সন্দেহে এলাকাবাসীর গণপিটুনীতে দুইজন দুইজন নিহত হয়েছেন। সোমবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের হরিণাবহ গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-ঠিকানা জানাতে পারেনি।
বিষয়টি নিশ্চিত করেছেন কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন। এলাকাবাসীর বরাত দিয়ে তিনি বলেন, সোমবার রাত পৌনে ১১টার দিকে একদল ডাকাত ওই গ্রামের একটি বটগাছের নিচে জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন খবর পেয়ে স্থানীয়রা তাদের ওপর হামলা করলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।
লাশ ময়নাতদন্তেদর জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
খবর২৪ঘণ্টা.কম/জন