নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক ডাক-টেলিযোগাযোগ মন্ত্রী এবং (তানোর-গোদাগাড়ী) আসনের সাবেক সাংসদ ব্যারিষ্টার আমিনুল হক আশঙ্কাজনক অবস্থায় রাজধানী ঢাকার সিসিইউতে চিকিৎসাধীন রয়েছে। এর আগে তিনি সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কিন্ত সেখানের হাসপাতাল অপারগতা প্রকাশ করে তাকে ছাড় দিয়ে দিয়েছে। বিএনপির এই প্রবীন নেতা ক্যান্সারে আক্রান্ত। গত বুধবার রাতে মুমূর্ষু অবস্থায় তাকে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে
ভর্তি করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু তাকে ইউনাইটেড হাসপাতালে দেখতে যান। তিনি হাসপাতালে ব্যারিষ্টার আমিনুলের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। রাজশাহী জেলা বিএনপির সভাপতি এ্যাড. তোফাজ্জল হোসেন তপু বলেন, ব্যারিস্টার আমিনুল ক বর্তমানে ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে তিনি
সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তারা অপারগতা প্রকাশ করলে দেশে ফেরত আনা হয়েছে। ইউনাইটেড হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। ব্যারিষ্টার আমিনুল হকের পরিবার তানোর-গোদাগাড়ীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান তিনি। উল্লেখ্য, ব্যারিস্টার আমিনুল হক ১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরমধ্যে একবার তিনি সংস্থাপন প্রতিমন্ত্রী ও ২০০১ সালের নির্বাচনে এমপি হয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
খবর ২৪ ঘণ্টা/আর