নিজস্ব প্রতিবেদক :
দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠাসহ সব সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের সাইনবোর্ড, ব্যানার বাংলা অক্ষরে লেখা ও বাংলা ভাষা সর্বস্তরে চালু করার দাবিতে রাজশাহী মহানগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এ মানববন্ধন করে প্রগতিশীল নাগরিক সংহতি রাজশাহী।
মানববন্ধনে বক্তারা বলেন, রাষ্ট্র ভাষা বাংলা হওয়া সত্বেও দেশের সকল ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাটে ইংরেজিতে ব্যানার লেখা থাকে। দেশের সকল প্রতিষ্ঠানে বাংলা ভাষায় সাইনবোর্ড ও ব্যানার লেখার দাবি জানান তারা। মানবন্ধনে প্রগতিশীল নাগরিক সংহতি রাজশাহীর বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা/এমকে