নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় বিদেশী পিস্তলসহ আল মামুন (২০) নামের এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান র্যাব-৫। আটক সন্ত্রাসীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ উপজেলা সদরের রেহাইচর শাহীন আলীর ছেলে। এ সময় ব্যবসায়ী ভিকটিম শিবগঞ্জ উপজেলার আজমতপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে বরজাহান আলী (৪৫) কে উদ্ধার করা হয়। ২৯ আগস্ট বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে জেলার সদর থানাধীন মহানন্দা ব্রীজ সংলগ্ন রেহাইচর ব্যাংকপাড়া এলাকাস্থ জনৈক দেলু মোল্লার আম বাগানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, ২৯ আগস্ট দুপুর ৩টার দিকে ব্যবসায়ী ভিকটিম বরজাহান আলী ঢাকা যাওয়ার উদ্দেশ্যে তার শ্যালক নবীজুল ইসলাম (২৯)সাথে নিয়ে কানসাট গোপালনগর মোড় হতে রাজশাহীর একটি বাসে উঠে। পথিমধ্যে বাসটি মহানন্দা ব্রীজ টোলঘরের নিকট পৌছামাত্র বিকাল আনুমানিক ৪টার দিকে ১০/১২ জনের একটি সন্ত্রাসী গ্রæপ বাসের গতিরোধ করে বাসের ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে ভিকটিম মোঃ বরজাহান আলী কে অপহরণ করে নিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত বাসের যাত্রী ও সাধারণ জনগন অস্ত্রের ভয়ে তাদের কিছু বলার সাহস পায়না। ঘটনার পরে ভিকটিমের শ্যালক নবীজুল সাথে সাথে বরজাহানের ছেলে মোঃ রিয়াজুল’কে ফোনে অপহরনের বিষয়টি জানায়। ভিকটিমের ছেলে রিয়াজুল সাথে সাথে র্যাব ক্যাম্পে মোবাইল ফোনে বিষয়টি জানায়। তাৎক্ষণিকভাবে চাঁপাইনবাবগঞ্জ শহর এলাকায় নিয়মিত টহল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানের উদ্দেশ্যে অবস্থানরত র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল দ্রæত মহানন্দা টোলঘরের নিকট পৌছে আশপাশের এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে বিকাল
আনুমানিক ১৬৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন মহানন্দা ব্রীজ সংলগ্ন রেহাইচর ব্যাংকপাড়া এলাকাস্থ জনৈক দেলু মোল্লার আম বাগানে পৌছে ১০/১২ জনের একটি সন্ত্রাসী দলকে চ্যালেঞ্জ করলে তারা এলোপাথাড়ি দৌড়ে পালানোর চেষ্টাকালে চাঁপাইনবাবগঞ্জের শীর্ষ সন্ত্রাসী আল মামুন (২০), গ্রেফতার করতে সক্ষম হয় এবং অজ্ঞাতনামা অন্যান্যরা পালিয়ে যায়। এসময় সন্ত্রাসী আল মামুনের দেহ তল্লাশী করে তার কোমরে গোঁজা অবস্তায় ৩ রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশী রিভলবার ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। ভিকটিম মোঃ বরজাহান আলীকে অক্ষত ও জীবিত অবস্থায় উদ্ধার করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী আল মামুন একটি সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রæপের সাথে বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকান্ড করে বলে জানায় এবং ব্যবসায়ীকে অপহরণের বিষয়টি স্বেচ্ছায় স্বীকার করে।
খবর২৪ঘণ্টা/এমকে