চট্টগ্রামের বোয়ালখালীতে চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ।
রবিবার (১৫ অক্টোবর) ভোরে বোয়ালখালী থানার এসআই সফিকুর ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পোপাদিয়া ইউনিয়নের কানুনগোপাড়া বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো: জুয়েল মহাজন (৩০) বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের বিদ্রগ্রামের মৃত মিন্টু মহাজনের ছেলে অপরজন মোঃ ফিরোজ (৪৮) রাঙ্গুনীয়া থানার পূর্ববর্তী পেয়াদা পাড়া বেতাগী ইউনিয়নের দলিল মেম্বারের বাড়ী এলাকার আহমদ মিয়ার ছেলে। এসময় তাদের কাছ থেকে ৪০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আছহাব উদ্দিন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে রুজু করা হয়েছে।
বিএ/