খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: একদিকে বিষাদের সুরে বাজছে। অন্যদিকে বিয়ের সানাইয়ের শুরু হল নতুন জীবনের। হিরো দাদা বিয়ে দিলেন বোনের। সম্প্রতি চন্ডীগড়ে জাঁকজমক করে বিয়ে হল আয়ুষ্মান খুরানার বোন ফেইরি খুরানার।
নিজের বোনের বিয়েতে খুবই বিন্দাস মেজাজে ধরা দিয়েছেন আয়ুষ্মান৷ তার আউটফিটটি ডিজাইন করেন ইশা বনসালি৷ কালো রঙের কুর্তা, সঙ্গে ছিল সাদা পাজামা, কালো রঙের শাল৷
আপাতত অভিনেতা ব্যস্ত তার আগামী ছবি ‘বাধাই হো’-এর শ্যুটিং নিয়ে৷ দিল্লিতেই চলছে ছবির শ্যুট৷ আমিত শর্মা পরিচালিত এই ছবিতে আয়ুশমানের বিপরীতে রয়েছেন দঙ্গল খ্যাত শানায়া মালহোত্রা৷ দঙ্গল সিনেমাতে তিনি ববিতার বড়বেলার চরিত্রে অভিনয় করে যথেষ্ট সাড়া ফেলেছিলেন৷ এছাড়া দেখা যাবে আয়ুষ্মানের ভাইকেও৷ এই সিনেমা মুক্তি পেতে পারে চলতি মাসেই৷
খবর২৪ঘণ্টা.কম/রখ