বান্দরবান প্রতিনিধি: ক্ষুদ্র নৃ-গোষ্ঠী গোষ্ঠী সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব ‘বৈসাবি’কে ঘিরে পাহাড়ি পল্লীতে গুলোর ঘরে ঘরে চলছে উৎসবের আমেজ। ইতোমধ্যে এলাকা ভিত্তিক নানা কর্মসূচির মধ্যদিয়ে আজ ৬ষ্ঠ দিনের মত চলছে উৎসব ও নানা আয়োজন।
উৎসবের ১ম দিন থেকে শুরু করে এখন পযন্ত আনন্দে মেতে আছে পার্বত্য অঞ্চলের পাহাড়ি ও বাঙালিরা। শান্তি পূর্ণ বৈসাবি উৎসব পালনের মধ্য দিয়ে পাহাড়ি-বাঙ্গালির মধ্যে শান্তি -সম্প্রীতি ও ঐক্য আরো সুদৃঢ় হয়েছে বলে জানান পার্বত্য চট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং ।
৬ষ্ঠ দিনের মত বান্দরবান রাজবিলা উচ্ছ বিদ্যালয়ে অনুষ্টিত বর্ষবরন উৎসবে প্রধান অতিথি হিসাবে ছিলেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং , এ সময় আরো অতিথি হিসাবে উপস্থিথ ছিলেন পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার ,ক্ষুদ্র নৃ গোষ্ঠি সাংস্কৃতির ইনস্টিটিউট এর পরিচালক সিং ইয়ং ম্রো সহ আরো অনেকে।
৬ষ্ঠ দিনের কর্মসূচীর মধ্যে রয়েছে ক্যয়াং দর্শন ও সমবেত প্রার্থনা ,দড়ি টানাটানি, হাড়ি ভাঙ্গা, পিঠা তৈরি, লাঠি পায়ে দেীড়, ঐতিহ্যবাহী তৈলাক্ত বাঁশ বেয়ে উঠা, পানি খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান।
খবর২৪ঘণ্টা.কম/নজ