আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ বিস্ফোরণের এক মাস না যেতেই লেবাননের রাজধানী বৈরুতে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৈরুতের বন্দর এলাকায় বৃহস্পতিবার দুপুরে এই আগুন লাগে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত তাৎক্ষণিক তা জানাতে পারেনি দেশটির কর্তৃপক্ষ।
এর আগে গত ৪ আগস্ট বৈরুতের বন্দর এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ১৯১ জনের প্রাণহানি হয়। বন্দরের কাছে মজুদ রাখা অ্যামিনিয়াম থেকে ওই আগুনের ঘটনার কথা বলা হলেও তার পেছনে নাশকতার হাত থাকতে পারে বলেও অভিযোগ ওঠে।
খবর২৪ঘন্টা/নই