সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে স্কুলভিত্তিক কৈশোরের অগ্রদুত বেতার শ্রোতাক্লাব গঠন বিষয়ক শিক্ষার্থী ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দিনব্যাপী উপজেলার ঐতিহ্যবাহী সোহাগপুর পাইলট বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ইউনিসেফের সহযোগীতায় ও বাংলাদেশ বেতার রাজশাহী অঞ্চলের আয়োজনে ৩টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। প্রোগ্রামে কিশোর-কিশোরীদের মাঝে বয়ঃসন্ধি কালীন বিভিন্ন সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, বেতার কেন্দ্র থেকে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠানাকার নিয়মিত শ্রোতা এবং বেতার অনুষ্ঠান সম্পর্কে আগ্রহ বৃদ্ধি করণ বিষয়ে আলোচনা করেন।
উক্ত অনুষ্ঠানে সোহাগপুর পাইলট বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার রাজশাহী অঞ্চলের উপ-আঞ্চলিক পরিচারক হাসান আক্তার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার রাজশাহী অঞ্চলের সহকারী পরিচারক দেওয়ান আবুল বাসার, উপজেলা মাধ্যমিক অফিসার এস এম গোলাম রেজা, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান, উক্ত বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য আব্দুল হান্নান তালুকদার, গোপাল চন্দ্র চৌধুরী, বাংলাদেশ বেতার শিল্পী হানিফ মোহাম্মদ, সাংবাদিক জহুরুল ইসলাম, রেজাউল করিম, এম এ মুছা প্রমুখ।
এছাড়া গত ২২ মার্চ সমেশপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ও ২৪ মার্চ রাজাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ