সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার সুবর্নসাড়া পশ্চিম পাড়া থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে বেলকুচি পৌর এলাকার সুবর্নসাড়া পশ্চিম পাড়া শয়ন কক্ষ থেকে আবু বক্কার (২৩) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বেলকুচি থানার পুলিশ। মৃত আবু বক্কার ওই মহল্লার আব্দুল মজিদ মন্ডলের ছেলে।
বেলকুচি থানার উপ-পরিদর্শক (এস,আই) আব্দুল আলীম জানান, রবিবার সকালে স্থানিয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে বক্কারের ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এটা হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্তের পর যানা যাবে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ