সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে পৌর মেয়রের মিথ্যা মামলায় যুবলীগের দুই নেতা গ্রেফতারের বিরুদ্ধে পার্টি অফিসে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে আওয়ামীলীগের নেতারা হাজার হাজার কর্মী নিয়ে যুবলীগ নেতার মুক্তির দাবিতে মিছিল নিয়ে উপস্থিত হয়ে বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি দেলখোস আলীর সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -৫(বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ মন্ডল এমপি,
এসময় তিনি বলেন পৌর মেয়রের মিথ্যা মামলায় উপজেলা যুবলীগের আহব্বায়ক সাজ্জাদুল হক রেজা ও যুগ্ম আহব্বায়ক এস এম ওমর ফারুখ সরকার কে মিথ্যা মামলায় অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। যুবলীগ নেতার মুক্তির দাবিতে সকল নেতাকর্মীদের উপস্থিতি কামনা করে আগামী কাল শনিবার বিক্ষোভ মিছিল ও সমাবেস ডাকদেন আব্দুল মজিদ মন্ডল এমপি,
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সরকারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ আলী আকন্দ ,মহিলা বিষয়ক সম্পাদিকা ও রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান সনিয়া সবুর আকন্দ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক ঘোষন, আরো উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান রাজিয়া সুলতানা মিলন, ও আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
জরুরী সভা শেষে যুবলীগ নেতার মুক্তির দাবিতে আওয়ামীলীগের নেতা কর্মীরা মিছিল বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পার্টি অফিসের সামনে এসে শেষ হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ