সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই গ্রামের বাবু, রাসেল ফকির, ও কদমতলী গ্রামের রিপন প্রামানিককে মাদক সেবন কালে ২০০ গ্রাম গাজাসহ গ্রেফতার করেছে বেলকুচি থানার পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের তামাই গ্রামের আমজাদ ফকিরের ছেলে রাসেল (২৬) অন্যজন মতিয়ারের ছেলে বাবু (২৫) একই সাথে কদমতলী গ্রামের শহিদুল প্রামানিকের ছেলে রিপন (২৩) শনিবার বিকালে তামাই কলিয়াপাড়া গ্রাম থেকে মাদক সেবন অবস্থায় ২০০ গ্রাম গাজাসহ গ্রেফতার করা হয়।
বেলকুচি থানার এ এস আই আব্দুল মতিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সংগীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে তামাই কলিয়াপাড়া থেকে মাদক সেবন কালে ২০০ গ্রাম গাজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ