সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নে ভাঙ্গাবাড়ী গ্রামে উপজেলার সকল ইউনিয়নের ও ওয়ার্ডের নেতা কর্মীদের নিয়ে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপজেলা বিএনপির উপদেষ্টা বদরুদ্দোজা সরকারের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি রাকিবুল করিম খান পাপ্পু,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক মন্ডল,যুগ্ন আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম,মিজানুর রহমান মিজান,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার,শফিকুল ইসলাম শফি সহ সহযোগী সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় জেলা বিএনপির সহসভাপতি রাকিবুল করিম খান পাপ্পু সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে সকল নেতাকর্মীদের নিজ নিজ অবস্থানে থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাকেই মনোনয়ন দেয়া হোক তার হয়ে সকল কে ঐক্যবদ্ধ থেকে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষ প্রতীক কে জয়ী করতে হবে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে।
খবর২৪ঘণ্টা.কম/নজ