সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে ২৪ জুলাই মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের সেন ভাঙ্গাবাড়ী গ্রামে বজ্রপাতে রতন তালুকদার (৫০) নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।
নিহত রতন তালুকদার ওই গ্রামের মৃত খোরশেদ আলম তালুকদারের ছেলে। তিনি মালয়েশিয়া প্রবাসী ছিলেন।
ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী খন্দকার ফজলুল হক ভাসানী এতথ্য নিশ্চিত করে মিডিয়াকে জানান, রতন কিছুদিন আগে ছুটি কাটাতে মালয়েশিয়া থেকে দেশে এসেছেন। দুপুরে টানা বৃষ্টি হওয়ায় তার বাড়িতে পানি জমে যায়। বাড়ির উঠোন থেকে ওই পানি বের করে দেয়ার জন্য তিনি ড্রেন পরিষ্কার করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।