সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ক্ষিদ্রমাটিয়া উত্তর পাড়া গ্রামের আব্দুল কুদ্দুস মুন্সীর ছোট মেয়ে নুরজাহান
(২২)নামে এক প্রতিবন্ধির করুন কাহিনী।
সুস্থ্য হয়ে বাচতে চায় নুরজাহান, যায়তে চায় স্কুলে। কিন্তু কি করে সম্ভব, কারন নুর জাহানের মা-বাবা খুবই অসহায় দরিদ্র পরিবার। জানা যায় আব্দুল কুদ্দুস মুন্সীর পরিবারে ৪ ছেলে ৪ মেয়ে এর মধ্যে প্রতিবন্ধি নুরজাহানই ছোট মেয়ে।
দিন মুজুর আব্দুল কুদ্দুস মুন্সী তাত শ্রমিকের কাজ করে তার সংসার চালাতে হয় । তাই টাকার অভাবে করতে পারছে না চিকিৎসা। কিন্তু প্রতিবন্ধি নুরজাহান আজ প্রযন্ত পায়নি কোন প্রতিবন্ধি ভাতা।
এদিকে প্রতিবন্ধি নুরজাহান বাড়ী থেকে হারিয়ে যাওয়ার ভয়ে তার হাতে শিকল দিয়ে বেধে রাখে তার বাবা মা। প্রতিবন্ধি নুরজাহানের মা ফাতেমা খাতুন জানান টাকার অভাবে আমার মেয়েকে চিকিৎসা করতে পারছিনা, ডাক্তার বলছে তার ভাল চিকিৎসার অভাবে তার সমস্যা দিন দিন বেড়েই চলছে।
তবে ভাল ডাক্তার দিয়ে চিকিৎসা করলে নুরজাহান ভাল হয়ে যাবে। যদি সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা পাই, আর ভাল ডাক্তার দিয়ে চিকিৎসা করাতে পারি তাহলে আমার মেয়ে নুরজাহান সুস্থ্য হবে বলে আমি আশাবাদি।
খবর২৪ঘণ্টা.কম/নজ