সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে বিশেষ অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ বিক্রয়কারী আরিফুল ইসলাম(২৫) নামের এক গাঁজা ব্যবসায়ী পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।
শনিবার রাতে উপজেলার দৌলতপুরের সালাম মার্কেট এলাকা থেকে গাঁজা বিক্রয় করা অবস্থায় আরিফুল ইসলাম (২৫) কে গ্রেফতার করে বেলকুচি থানা পুলিশ। সে এনায়েতপুর থানার চরকাদও গ্রামের হাবলু সরকারের ছেলে।
বেলকুচি থানা উপ-পরিদর্শক (এস,আই) আমিরুল ইসলাম জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সংগীয় ফোর্স নিয়ে দৌলতপুর সালাম মার্কেট এলাকা থেকে দেড় কেজি গাঁজাসহ আরিফুলকে গ্রেফতার করা হয়।
সে বিভিন্ন স্থানে গাঁজা বিক্রয় করে আসছে। তার নামে থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।
আসামী আরিফুলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ