সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সােহেলকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
সােমবার সিরাজগঞ্জ দায়রা জজ আদালতে সেচ্ছায় হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানাের নির্দেশ দেন। তার নামে সরকারী কাজে বাঁধাদানসহ বেশ কয়টি মামলা রয়েছে বলে আদালত সূত্রে যানা যায়।
এদিকে বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা আরিফুল ইসলাম সােহেলকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ
করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওঃ শাহীনুর আলম, সিনিয়র নায়েবে আমীর মােঃ আলী আলম, সেক্রেটারী অধ্যাপক মাওঃ জাহিদুল ইসলাম ও বেলকুচি উপজেলা আমীর অধ্যাপক নুরুন নবী সরকার প্রমূখ।
নেতৃবৃন্দ জামায়াত নেতা ও বেলকুচি উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান আরিফুল ইসলাম সােহেলকে জামিন না দিয়ে সরকারের স্বৈরাচারী মনােভাব ও নির্দেশে মিথ্যা মামলায় তাকে কারাগারে প্রেরণ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত নিঃশর্ত মুক্তি দাবী করন।
খবর২৪ঘণ্টা.কম/রখ