সিরাজগঞ্জ প্রতিনিধিঃ হাজার হাজার মানুষের চোখের জলে বিদায় জানিয়ে চলে গেলেন না ফেরার দেশে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৬ নং বড়ধুল ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি আবু হানিফ মন্ডল।
রবিবার রাত সারে ১০ টার দিকে বেলকুচি সদর হাসপাতালে চিকিৎসা দিন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি তার স্ত্রী ১ ছেলে ৩ মেয়েসহ পরিবারের অসংখ আত্তীয় স্বজন বন্ধু-বান্ধব রাজনৈতিক সহকর্মীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সোমবার সকাল সারে ৯ টায় তারাবাড়ী কবরস্থান মাঠ প্রাঙ্গনে মরহুমের জানাযা শেষে তার লাশ দাফন করা হয়।তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির প্রধান উপদেষ্টা আলী আকবার হিরা,জাতীয় পার্টির সাবেক আহব্বায়ক আব্দুস সবুর তালুকদার,জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ মোঃ ফজলুল হক, জাতীয় পার্টির সেক্রেটারী ইকবাল রানা। এসময় আরও উপস্থিত ছিলেন বড়ধুল ইউনিয়নের ইউপি সদস্য রফিক, বিশিষ্ট সমাজ সেবক নুরুল ইসলাম মাস্টারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন সহ সর্বস্তরের জনসাধারণ গভীর শোক প্রকাশ করেছেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ