সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ চত্বরে জুয়েল (২৮) নামে এক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে একই উপজেলা যুবলীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকা থেকে তাকে ধরে নিয়ে মারপিট করার পর ছেড়ে দেয়া হয়েছে বলে জানাগেছে। আহত ছাত্রলীগ নেতা জুয়েল বেলকুচি পৌর এলাকার শেরনগর গ্রামের জেলহক হোসেনের ছেলে। তাকে গুরুতর অবস্থায় এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী বাবু জানান, সোমবার দুপুরের দিকে তিনি আর জুয়েল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে একটি কাজে যান। এ সময় কয়েক জন যুবলীগ নেতা তাদের ঘিরে ফেলে এবং উভয়কে মারপিট করে। জুয়লকে জোর করে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং ব্যাপক মারপিট করে এক ঘন্টা পর ছেড়ে দেয়। এরপর স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। বেলকুচি পৌর মেয়র আশানুর বিশ্বাস বলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দের পালিত সন্ত্রাসী সাজ্জাদুল হক রেজা ও তার লোকজন জুয়েলকে উঠিয়ে নিয়ে মারপিট করেছে। উপজেলা পরিষদ দীর্ঘদিন ধরেই ওই সন্ত্রাসী চক্র নিয়ন্ত্রণ করে আসছে। স্থানীয় এমপি এসবের মদদ দিয়ে আসছে বলে জানান তিনি। উপজেলা যুবলীগের আহবায়ক সাজ্জাদুল হক রেজা বলেন, উপজেলা পরিষদ চত্বরে কাউকে মারপিটের বিষয়টি তার জানা নেই। এখানে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আমার জানা মতে এ ধরণের কোন ঘটনা এখানে ঘটে নাই।
এদিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দও মারপিটের ঘটনাটি সম্পুর্ণ অস্বীকার করেন। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পৌর মেয়রের কাছে মারপিটের খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। জুয়েল নামে একজন আহত হয়েছেন। তবে এ বিষয়ে (বিকাল প্রর্যন্ত) থানায় এখনো কোন অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ দেয়া হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
খবর২৪ঘণ্টা.কম/নজ