সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে গাঁজাসহ আবু ছাইদ (৫০) ও মজনু মিয়া (৩০) নামের ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার গভীর রাতে উপজেলার দৌলতপুর পশ্চিমপাড়া গ্রামের আবু ছাইদের বাড়ী থেকে গাজা বিক্রির সময় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার দৌলতপুর পশ্চিমপাড়ার আব্দুল কুদ্দুছ প্রামানিকের ছেলে আবু ছাইদ ও একই গ্রামের নারামুড়ী পাড়ার মুসলিম মিয়ার ছেলে মজনু মিয়া।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দৌলতপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাজাসহ আবু ছাইদ ও মজনু মিয়াকে গ্রেফতার করেন। তিনি আরও জানান, গ্রফতারকৃতরা দীর্ঘ দিন ধরে মাদক সেবনসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে।
এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ