বুধবার বিকালে উপজেলা পরিষদ চত্বর থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় প্রকল্পের আওতায় চলতি বোরো মৌসুমে ধুকুরিয়াবেড়া ইউনিয়নে ১টি মিনি কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হয়। ইতি পূর্বে রাজাপুর ইউনিয়নে ১ টি মিনি কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হয়েছে। মিনি কম্বাইন্ড হারভেস্টার দুটি ৫০% সরকারের ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে বিতরন হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান, উপজেলা কৃষি অফিসার কল্যাণ প্রসাদ পালসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা এবং প্রায় ৫০ জন কৃষকের উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার কল্যাণ প্রসাদ পাল বলেন, চলতি বোরো মৌসুমে ধান কর্তনে সুবিধার্থে কৃষি যন্ত্রটি কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। যন্ত্রটির মাধ্যমে সরাসরি মাঠে ধান কর্তন ও মাড়াই সম্পন্ন করে বস্তা ভর্তি করা সম্ভব হবে। প্রতি ঘন্টায় প্রায় ০১ বিঘা জমির ধান কর্তন করা সম্ভব। উপস্থিত কর্মকর্তা জানান যে, বেলকুচি উপজেলার কৃষি ও কৃষকের উন্নয়নের সার্থে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সব সময় কৃষকের পাশে থাকবে।
খবর২৪ঘণ্টা.কম/নজ