সিরাজগঞ্জ প্রতিনিধিঃ “জনতাই পুলিশ, পুলিশই জনতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি থানা মাঠ প্রাঙ্গণে কমিউনিটি পুলিশের উদ্যোগে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন বিরোধী কমিউনিটি পুলিশিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও ইন্সপেক্টর (তদন্ত) নূরে আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর আলম খাঁন। সিনিয়র সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) রেজা সারোয়ার, সহকারী কমিশনার( ভূমি) আফসানা ইয়াসমিন, রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসের এস.আই. সিপিও আয়নাল হক, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম ইউসুফজী খান, বেলকুচি পৌরমেয়র বেগম আশানুর বিশ্বাস, বেলকুচি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, বেলকুচি থানা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সদস্য সচিব হাজী বদিউজ্জামান বদি, সাবেক ইউপি সদস্য ছোরহাব হোসেন, শিক্ষক আশরাফুল তালুকদার আলপু, আওয়ামীলীগ নেতা মোহসিন হোসেন সহ আরও অনেকে।
খবর২৪ঘণ্টা.কম/নজ