সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে সকল ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধ ও আরো শক্তিশালী করার লক্ষ্যে প্রায় দুই বছর পর স্থানীয় এমপি আব্দুল মজিদ মন্ডল ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস তৃনমুলের নেতাদের নিয়ে আওয়ামীলীগের যৌথ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সাধারণ সভায় বক্তারা বলেন, ব্যাক্তিলীগ বাদ দিয়ে আওয়ামীলীগ করুন। সামনের নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এসময় বক্তারা তৃনমুল নেতাদের উদ্যেশ্য আরও বলেন, সদস্যপদ নবায়ন করে নতুর সদস্যদের অংশগ্রহন করান। স্বাধীনতা বিরোধীদের কোন অবস্থাতেই আওয়ামীলীগের সদস্য হওয়ার সুযোগ দেয়া যাবেনা।
বৃহস্পতিবার বিকালে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম ইউসুফজী খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল হক সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন স্থানীয় এমপি আব্দুল মজিদ মন্ডল, জেলা আওয়ামীলীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের প্রধান উপদেষ্টা গাজী সাইদুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, এনায়েতপুর থানা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল মমিন মন্ডল, বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী দেলখোস আলী প্রামাণিক, গাজী লুৎফর রহমান মাখন, যুগ্ন-সাধারণ সম্পাদক আতাউর রহমান রতন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম নয়ন মোল্লা, রাজাপুর ইউপি চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ, বেলকুচি পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ প্রামাণিক, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সামা, দৌলতপুর ইউনিয়ন সভাপতি আলতাব হোসেন, রাজাপুর ইউনিয়ন সভাপতি গোলাম হোসেন, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন সাধারণ সম্পাদক সাইদুর রহমান, বড়ধুল ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল আলীম, উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক সহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উল্লেখ্য: দীর্ঘ প্রায় দুই বছর পরে দলীয় কার্যালয়ে বর্তমান এমপি আব্দুল মজিদ মন্ডল ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের সমর্থকদের নিয়ে সকল ভেদাভেদ ভুলে শক্তিশালী দল গঠনের বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ