সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে ইভটিজিংয়ের দায়ে ভ্রাম্যমান আদালত সেলিম রেজা(১৯) নামের এইচ,এস,সি পরীক্ষার্থীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়। দন্ড প্রাপ্ত সেলিম রেজা এনায়েতপুর থানার রুপসী গ্রামের শামছুলের ছেলে।
বুধবার এইচ,এস,সি পরীক্ষা শেষে বেলকুচি কলেজ কেন্দ্রের পার্শ্বে মেয়েদের সেলিম রেজা উতপ্ত করে। পরবর্তীতে ঐ মেয়েরা আইনের স্মরনাপন্য হয়। এরই প্রেক্ষিতে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওলিউজ্জামান সেলিম রেজাকে ৫০৯ ধারায় ইভটিজিংয়ের দায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়।
সংবাদ মাধ্যমকে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওলিউজ্জামান জানান, ইভটিজিংয়ের অভিযোগ আসলে ভ্রাম্যমান আদালত ঘটনাস্হলে গিয়ে সাক্ষী ও প্রমানের উপর ভিত্তি করে ৫০৯ ধারায় ইভটিজিংয়ের দায়ে সেলিম রেজাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়। পরে দন্ডপ্রাপ্ত সেলিম রেজাকে বেলকুচি থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ