খবর২৪ঘন্টা স্পোর্টস ডেস্ক: সেরার বিতর্ক কি শুধু ব্যাটসম্যান বা বোলারের বেলায়ই হবে? অলরাউন্ডারদের মধ্যে কি লড়াই নেই? আসলে বিশ্ব ক্রিকেটে বড় অলরাউন্ডার আছেনই কয়েকজন হাতে গোনা, তাই অলরাউন্ডারদের মধ্যে সেরা কে, সেটি নিয়ে বেশি আলোচনা হয় না।
তবে করোনার কারণে এখন ক্রিকেট বন্ধ। এই সময়টায় কত কিছু নিয়েই তো আলোচনা হচ্ছে। অলরাউন্ডার বিতর্ক কেন চাপা পড়ে থাকবে? আপাতত অবশ্য সাকিব আল হাসান নিষেধাজ্ঞায় আছেন। তার নামটি নিয়ে তার নাড়াচাড়া কম হচ্ছে।
আর ফরমেটটা যদি হয় টি-টোয়েন্টি, তবে বিধ্বংসী অলরাউন্ডার হিসেবে আন্দ্রে রাসেলের নামটিই সবার আগে চলে আসে। তিনি সফল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। আর আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যের হিসেব করলে বেন স্টোকস এখন বিশ্বসেরা অলরাউন্ডারদের মধ্যে অন্যতম।
এই দুজনের মধ্যে টি-টোয়েন্টির সেরা অলরাউন্ডার কে? সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক ভক্ত এমনই প্রশ্ন ছুড়ে দিয়েছিল ভারতের সাবেক ওপেনার এবং বর্তমানে জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়ার দিকে।
ভারতের সাবেক এই ক্রিকেটার জবাবটা দিয়েছেন খুব মজা করে। তিনি হিন্দিতে বলেন, ‘আন্দ্রে আন্দার, গেন্দ বাহার’। অর্থাৎ আন্দ্রে (রাসেল) ভেতরে, বল বাহিরে।
আকাশ চোপড়া এমন কথা দিয়ে আসলে বোঝাতে চেয়েছেন, আন্দ্রে রাসেলের বিগ হিটিং পাওয়ারকে। বলকে যিনি সহজেই মাঠের বাইরে পাঠিয়ে দিতে উস্তাদ।
ওয়েস্ট ইন্ডিজ এই অলরাউন্ডার বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলোতে পছন্দের এক নাম। আইপিএল ছাড়াও ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), বিগ ব্যাশ (বিবিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলে থাকেন আন্দ্রে রাসেল।
এখন পর্যন্ত সারা বিশ্বে ৩২০ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ৫ হাজার ৩৬৫ রান করেছেন ১৭১.২৯ স্ট্রাইক রেটে। নিজের দিকে খেলতে নামা এই মাসলম্যান এখন পর্যন্ত ৪২৫টি ছক্কা হাঁকিয়েছেন।
খবর২৪ঘন্টা/নই